হাদিস - ৮০ আব্দুল্লাহ রা: বলেছেন,

 
Written By Sanjir Habib On Aug-2nd, 2016

হাদিস - ৮০
আব্দুল্লাহ রা: বলেছেন,
যখন উসমান রা: উনার কাছে হুকুম পাঠালেন মদিনার দিকে বেরিয়ে যেতে।
তখন মানুষেরা উনার কাছে আসলো।

তারা তাকে বললো:
দাড়ান। আপনি বের হবেন না। আমরা আপনাকে নিষেধ করছি।
উনার কাছ থেকে আপনার কাছে অপছন্দনীয় কিছু আসবে না।

আব্দুল্লাহ বললেন:
শিগ্রি ঘটনা ঘটবে এবং ফিতনা দেখা দিবে।
আমি এটা পছন্দ করি না যে আমি প্রথম এটা খুলবো, অথচ উনি আমার আনুগত্য প্রাপ্য।

মানুষ এর পর একে একে চলে গেল এবং উনি বের হলেন।

[ মুসান্নাফ ইবনে অবি শায়বা - 36490 ]
http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=79


ব্যখ্যা:
আব্দুল্লাহ ইবনে মাসউদ রা: তখন কুফায় বাইতুল মালের দায়িত্বে ছিলেন। উথমান রা: উনাকে কুফা থেকে চলে আসতে আদেশ পাঠান। কুফা বাসীরা উনাকে পছন্দ করতো বলে উনাকে যেতে বাধা দেয়। এবং নিশ্চয়তা দেয় তাদের সাথে থাকলে, উনার উপর শাস্তি আসলে তারা বাধা দেবে।

আব্দুল্লাহ ইবনে মাসউদ রা: তখন বলেন: ফিতনা শিগ্রই আরম্ভ হবে। তবে ফিতনাটা আমি আরম্ভ করতে চাই না। এবং উথমান রা: কে আমি বায়াত দিয়ে রেখেছি তাই হুকুম মানবো।