আবি শায়বা/৩৬৪১২ মুসলিম বিন আবি বকর উনার পিতা থেকে বর্ননা করেছেন:

 
Written By Sanjir Habib On Jul-28th, 2016

আবি শায়বা/৩৬৪১২

মুসলিম বিন আবি বকর উনার পিতা থেকে বর্ননা করেছেন:
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:

শিগ্রই ফিতনা দেখা দিবে।
ঐ সময় শুয়ে থাকা লোক বসে থাকা লোকের থেকে ভালো হবে।
বসে থাকা লোক দাড়িয়ে থাকা লোকের থেকে ভালো হবে।
দাড়িয়ে থাকা লোক হেটে চলা লোকের থেকে ভালো হবে।
হেটে চলা লোক বাহনে চলা লোকের থেকে ভালো হবে।

তখন একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলুল্লাহ: ঐ সময়ে আমাদের কি করতে বলেন?

উনি ﷺ বললেন:
ঐ সময়ে, যার উট আছে সে যেন তার উটের সাথে থাকে।
যার ভেড়া আছে সে যেন তার ভেড়ার সাথে থাকে।
যার জমি আছে সে যেন তার জমির সাথে থাক।

যার এগুলো কিছুই নেই সে যেন তার তলোয়ার নিয়ে বেরিয়ে যায়।
এর পর ধারালো দিক দিয়ে পাথরের উপর আঘাত করতে থাকে।
এর পর যখন পালাতে পারবে তখন যেন পালিয়া যায়।


টিকা: পাথরের উপর আঘাত হানবে তলোয়ার ভোতা করে ফেলার জন্য।