কোরবানি - ২০২১

 
Written By Sanjir Habib On Jul-22nd, 2021

পরিচিত এক বন্ধু পরিবার জেলা শহরে একটা গরু কিনে সেটা দান করে দিয়েছে কোরবানি না করে, সোয়াবের আশায়।

কোরবানি হলো আল্লাহর জন্য দান। গরিবের গোস্ত খাওয়াটা সাইড ইফেক্ট। উদ্দেশ্য না।

কোরবানি করে পুরো গরু গোস্ত শুদ্ধ মাটিতে পুতে ফেললেও কোরবানি হবে। যেমন হজ্জের সময় বা সৌদিতে করা হয়।


ঢাকায় গরুর দাম পড়ে গিয়েছে। সাপ্লাই অনেক বেশি ছিলো।

পরিচিত এক বন্ধু কুষ্টিয়াতে গিয়েছেন এবার গরু কিনে আনতে উনার সকল আত্মিয়দের জন্য। ৩০ টা কেনা উদ্দেশ্য। গিয়ে দেখে কুষ্টিয়ার কোনো হাটে কোনো গরু নেই। সব ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে। শেষে ১৪টা কিনে ফিরেন।

ঢাকা থেকে কোরবানি শেষে গরু ফিরত গিয়েছে বহু।


গরু ফিরত গেলেও কম দামে ব্যপারিরা বিক্রি করে নি। হয় আসল দামে কিনতে হবে নয়তো ফিরত নিযে যাবো। -- এটা ভালো।