তুমি হাকিম হইয়া হুকুম করো
পুলিশ হইয়া ধরো
সর্প হইয়া দংশন করো
ওঝা হইয়া ঝাড়ো।।
আজকে এটা মনে হচ্ছে বেশি।
সাইড নিউজ -- আবু তোহা মোহাম্মদ আদনান গ্রেফতার।
জীবনি :
আলোকিত জ্ঞানি থেকে উঠে আসেন। প্রথম হন কোনো এক পর্বে। ফেসবুকে আমার পরিচিত কোনো আইডি ছিলো না। কিন্তু আমি আর কতটুকু জানি? পেছনে উনি প্রচন্ড জনপ্রিয় হয়ে যান।
Q. "হানাফি নাকি সালাফি?"
স্কুল-কলেজে যাত্রা আরম্ভ। এর পর কওমি মাদ্রাসা থেকে ৪-৫ বছরের কোর্স করে আলেম হন।
আকিদার ব্যাপরে ক্লিয়ার না। তাতে বুঝা যায় সালাফি। কিন্তু সালাফি ভাইয়েরা আবার উনার প্রচন্ড বিরোধি। কে জানে কি।
আল্লাহ তায়ালা আমাদের সৎ পথে রাখুন।