লকডাউনে ১৪ ঘন্টায় ২৮০ কিলো সাইকেল চালিয়ে বাড়ি

 
Written By Sanjir Habib On May-13th, 2021
ঢাকার এক স্কুলের শিক্ষিকা।

ভিড়ে বাসওয়ালাদের পা না ধরে সাইকেলে রওনা দেন। একদিন উত্তর বঙ্গে নিজের বাড়িতে ঢাকা শহর থেকে।

বিকারে রওনা। সারা রাত সাইকেলে।
উত্তর বঙ্গে এক বান্ধবির বাসায় সেহরি।
এর পরও সাইকেল।

শেষে ১৪ ঘন্টা পরে নিজ বাড়ি বগুড়াতে।

খবরের লিংক
https://mzamin.com/article.php?mzamin=274006