"পৃথিবীর যেখানেই প্রথম চাদ দেখা যায়"

 
Written By Sanjir Habib On May-12th, 2021

এটা কি বিষয়ে?


একটা কাল্ট যারা বিশ্বাস করে পৃথিবীর যেখানেই প্রথম যেখানেই চাদ দেখা যায় সেই খবর পেয়ে তারা রোজা না রেখে ঈদ করবে।

আমাদের দেশে আছে?


আছে। প্রথমতঃ চাদপুরের এক পীরের মুরিদরা করে বহু বছর ধরে। ৪০ বছর আগেও তাদেরকে আমাদের রোজার দিনে ঈদ করার কথা শুনতাম। সৌদির সাথে।

এটা ছাড়াও আমাদের সালাফি ভাইদের অনেকগুলো উপধারা এই কাজ করে। ঢাকাতে কমুনিটি সেন্টার ভাড়া করে দেশে রোজার ২৯ বা ৩০ তারিখে তারা ঈদের নামাজ পড়তো। এর পর সমালোচনা - পুলিশ হানা দেবার পরে বন্ধ হয়ে গিয়েছে। যদিও আমি এই পুলিশ হানার পক্ষে না। কিন্তু তাদেরটা প্রচার পাচ্ছিলো বেশ। সেই ঈদের ইমামও ছিলো আমাদের সালাফি আলেমদের মাঝে কেউ কেউ। ছোট খাটো কেউ। মূল ধারার বড়দের কেউ না।

এখন খবর


এই পার্টি চাদপূরে ঈদ করেছে আজকে।

https://mzamin.com/article.php?mzamin=273895

কিন্তু...


কিন্তু দুনিয়াতে আমাবস্যা হয়েছে আমাদের দেশের সময়ে ১২ তারিখ রাত ১ টায়। পাকিস্তানে চাদ ডুবে গিয়েছে সূর্য ডুবার আগেই। আর চাদপুরে বসে তারা খবর পেয়েছে পাকিস্তানে চাদ দেখা গিয়েছে। আর নাইজেরিয়াতে -- তাই আজকেই ঈদ করবে।

ঠিকই আজকে ঈদের নামাজ। আমাবস্যা হবার আগেই তাদের চাদ।

অথচ


অথচ দেশে ঈদ ইনশাল্লাহ শুক্রুবার। আর মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার। মধ্যপ্রাচ্যে চাদ দেখে নি, তাই ৩০ দিন পূর্ন করবে। আমাদের চাদপূর পার্টি ঈদ করছে বুধবার। যেখানে আমাবস্যা হয়েছে বুধবার রাত ১টায়।

টাইমলাইন

মঙ্গলবার, মে ১১ তারিখ, ২০২১ সন্ধা
চাদপুর পার্টি ঘোষনা দেয় পাকিস্তানে চাদ দেয়া গিযেছে। তারা বুধবার ঈদ করবে।
বুধবার, মে ১২ তারিখ রাত ১ টা।
তাদের চাদ দেখার ঘোষনার ৪-৫ ঘন্টা পরে আমাবস্যা হয়।
বৃহস্পতিবার, মে ১৩
তাদের ঈদের পর দিন সৌদি মধ্যপ্রাচ্যে ঈদ।
শুক্রুবার, মে ১৪
দুই দিন পরে বাংলাদেশ, ভারত পাকিস্তানে ঈদ ইনশাল্লাহ।

আমাবস্যার সাথে চাদের কি সম্পর্ক?


চাদ সারা মাসই আকাশে বিভিন্ন সাইজে দেখা যায়। প্রতিদিন রাতে ছাদে উঠে আকাশে চাদ দেখে আমরা চিৎকার করি না "এই যে নতুন চাদ উঠেছে! নতুন মাস!"

কেন? কারন এটা পুরানো চাদ। এই মাসের চাদ।

এই মাস আর নতুন মাসের মাসে মাঝে পার্থক্য হলো আমাবস্যা।

আগে আমাবস্যা হবে। এর পর যখনই প্রথম চাদ দেখা যাবে সেটাই নতুন চাদ।

আমাবস্যার আগে যেই চাদই দেখা যাক সেটা পুরানো চাদ। গত মাসের।

শিক্ষা


কমুনিটি বাদ দিয়ে কাল্টের ব্যাখ্যা অনুসরন করলে যা হয়। কিছু দিন ভালো লাগে। এর পর দেখা যায় কি রকম বিভৎস অবস্থা হয় কয়েক বছর পরে।

যে কারনে ছোট ছোট শিক্ষাগুলো আসে আর যায়। স্থায়ি হয় না শত শত বছর ধরে।

"পৃথিবীর যে জায়গায় প্রথম চাদ দেখা যাবার খবর আসে" -- সে রকম একটা কাল্ট শিক্ষা। কিছু দিন পরে এক্সপোজড হয়ে যাবে। মানুষ ফিরে আসবে যারা গিয়েছিলো। আইডলজি মরে যাবে।

বহু বছর পরে আবার কোনো জায়গায় কোনো বুদ্ধিমান মনে করবে "আরে! পৃথিবীর যে কোনো জায়গায় প্রথম চাদ দেখা যাবার খবর পেলেই তো আমরা ঈদ করতে পারি। করে দেখি তো।"

নতুন করে কাল্ট জারি।