দেখা : সেহরির শেষ সময়

 
Written By Sanjir Habib On Apr-23rd, 2021
১ ৮০ এর দিকে। সেহরির শেষ সময় দেয়া থাকতো পঞ্জিকায়। পাচ মিনিট আগে। কারন "সাবধানতার জন্য"। এটা থেকে দৈনিক পত্রিকা যেমন ইত্তেফাক-ইনকিলাবে ছাপাতো সময়। সেই পাচ মিনিট আগে।

মানুষ এত কিছু বুঝতো না। ঢাকায় আমাদের মসজিদে পাচ মিনিট আগেই আজান দিয়ে এর পাচ মিনিট পরে নামাজ আরম্ভ করতো। মানে তখনো ফজরের ওয়াক্ত হয়েছে কিনা একটু সন্দেহ থাকে। ২ রাকাত সুন্নাহ ফজরের আগেই সবাই পড়ে। কারন সবার ধারনা আজান হয়েছে তাই নামাজের সময় আরম্ভ।

২ ঢাকার বাইরে অবস্থা আরো খারাপ। কেউ ৫ মিনিটের সাথে আরো ৫ মিনিট আগে আজান দেয়। "সাবধানতার জন্য"। আর জেলাওয়ারি কোনো সময় সূচি নেই। সবই "ঢাকার সাথে এক্স মিনিট যোগ বা বিয়োগ করবেন"।

কিন্তু এক্স মিনিট যোগ বিয়োগ এটা বছরের বিভিন্ন মাসের জন্য বিভিন্ন হয়। কোনো জেলায় বছরের এক মাসে যেমন গরম কালে সেহরি ঢাকার থেকে ৩ মিনিট আগে হলে, বছরের অন্য মাসে যেমন শিত কালে হয়তো হবে ৬ মিনট পরে।

কিন্তু তার হিসাব নেই। কেউ জানে না। কেউ বুঝে না।

খুলনার মসজিদে আমার হিসাব মতো ফজরের ১০ মিনিট আগে আজান হতো রমজানে। অনেক সময় বাকি তখনো।

তখনই প্রয়োজন অনুভব করি নামাজের সময়গুলো নিজে নিজে কেলকুলেশন করা শিখবো। ভার্সিটিতে বই ছিলো। পড়ে শিখে নেই। কিছু চর্চার পরে সঠিক করে নেয়ার পরে আর এগুলো নিয়ে সমস্যায় পড়তে হয় নি। আলহামদুলিল্লাহ।

৩ এখন : নেটে তর্ক ইফতারি ৩ মিনিট পরে করা হবে নাকি হবে না? তখন আগের কথা মনে করে হাসি। সেহরির সময়ের কথা।