জিব্রীল তোমার বয়স কত? হাদিসের তাহকিক
প্রথম হাদিস যেটার তাহকিক
এটাতে বলা আছে রাসুলুল্লাহ ﷺ জিব্রীল আ: কে জিজ্ঞাসা করেন হে জিব্রীল তোমার বয়স কত? উনি জবাব দেন “আমি জানি না তবে আমার প্রথম সৃষ্টির পর আকাশে শুধু একটা তারকা ছিলো যেটা ৭০ হাজার বছর পর উঠতো….”
রাসুলুল্লাহ ﷺ বললেন হে জিব্রীল ঐ তারকাটা আমি।
এখানে যে শায়েখ এটা তাহকিক করছেন উনি নিজে “সুন্নি"। বলছেন যে এই হাদিসের কোনো সনদ নেই। কোনো হাদিসের কিতবে নেই। তফসিরে রুহুল বয়ানে উল্লেখ আছে শুধু।
হাজির নাজির এর তফসির
আয়াতটা হলো সুরা আহজাবের ৪৫ নং আয়াত। ইন্না আরছালনাকা শাহিদাও ওয়া মুবাশ্শিরাও ওয়া নাজিরা।
يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا
হে নবী! আমি আপনাকে সাক্ষী, সুসংবাদ দাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি। [ সুরা আহযাব ৩৩:৪৫ ]
শায়েখ এখানে দেখিয়েছেন এই আয়াতের অর্থ ১২৭০ হিজরি পর্যন্ত কোনো একটা তফসিরের কিতাবে কোনো তফসির কারক রাসুলুল্লাহ ﷺ সর্বত্র হাজির নাজির বলেন নি। যেরকম আমাদের বেরলভি ভাইরা বলে থাকেন।
আল্লাহ তায়ালা প্রথম রাসুলুল্লাহ ﷺ এর নূর সৃষ্টি করেছেন -- হাদিসের তাহকিক
প্রথম আল্লাহ তায়ালা যা সৃষ্টি করেছেন সেটা হলো রাসুলুল্লাহ ﷺ এর নূর মোবারক। এই হাদিসের তাহকিক। এটা হাদিসে জাবের নামে পরিচিত। লম্বা হাদিসের প্রথমে হযরত জাবের রা: রাসুলুল্লাহ ﷺ কে জিজ্ঞাসা করেন প্রথম আল্লাহ তায়ালা কি সৃষ্টি করেছেন। উনি ﷺ জবাব দেন
ﻳﺎ ﺟﺎﺑﺮ ﺍﻥ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻗﺪ ﺧﻠﻖ ﻗﺒﻞ ﺍﻟﺎﺷﻴﺎﺀ ﻧﻮﺭ ﻧﺒﻴﻚ ﻣﻦ ﻧﻮﺭﻩ
হে জাবির! নিশ্চয়ই আল্লাহ তায়া'লা সবকিছুর পূর্বে তাঁর নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন"।
মুসান্নাফে আব্দুর রাজ্জাকের উদৃতি।
কিন্তু এই শায়েখ বলছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক খুজে এই রকম হাদিস পাওয়া যায় নি। ভবিষ্যতে যদি এমন কোনো কপি আবিষ্কার হয় যাতে আছে তার জন্য অপেক্ষা করতে হবে।