পথহারা

 
Written By Sanjir Habib On Feb-15th, 2018

পথহারা:

: শয়তান যে নেক সুরতে মানুষকে ৭০ হাজার ভাবে ধোকা দিতে পারে জান?

: কেন, কি হয়েছে?


: তুমি এই যে মসজিদে বসে একা একা জিকির করো এটা আসলে নেক সুরতে শয়তানের ধোকা।

: কিভাবে?


এর পর লোকটা সেই ছেলের কাছে কিছু ব্যখ্যা করলো।
তার পর তাকে মসজিদে থেকে উঠিয়ে নিয়ে চলে গেলো।

আমি জানি না কোনটা ছিলো নেক সুরতে শয়তানের ধোকা:
ছেলেটার এখানে বসে থাকা

নাকি তার উঠে যাওয়া।

পথেই চলছি আমি, তারপরও পথহারা।


পথহারা:

আমি যুক্তিতে হেরে গিয়ে পথ হারিয়েছি, তা না।

আমার জ্ঞান কম, তাই পথ হারিয়েছে, তাও না।

আমি পথ হারিয়েছে আমর “ইগোর” জন্য।

আমার অত্মমর্যাদার জন্য।


আমার অহংকারের আর ক্রোধের জন্য।
আন্যদের নিজের থেকে নিচু মনে করার জন্য।

গ্রামের সেই সহজ বৃদ্ধ যে নামাজ পড়ে

আর প্রশস্ত হাসি দিয়ে
সব মানুষদের নিজের থেকে বড় জেনে সম্মান করে
ছে
সে পথ হারায় নি।

অথচ অনেক জ্ঞান গরিমার বোঝা নিয়ে আমি আজও উদ্ভ্রান্ত।

আল্লাহ তায়ালা অহংকারীদের ভালোবাসেন না।


পথহারা

১

কখনো কি মুসলিমদের পথচ্যুতি দেখে কষ্ট পাও?
আশংকা আসে?
এত বড় পাপের পর আযাব আসতে দেরি নেই?

কখনো মুসলিমদের উপর আযাব দেখে কষ্ট পাও?
জানতে চাও, কেন মুসলিমদের উপর কষ্ট আসছে?



কষ্ট আসলে তুমি কোনটা বলো?
এ আমাদের পাপের শাস্তি, ঐ কাজ করেছিলাম বলে।
নাকি বলো, এগুলো পরিক্ষা। আমরা হকে আছি। সবর করতে হবে?



সারা বছর আমি বলে এসেছি, ভালো রেজাল্ট করবো।
রেজাল্ট উল্টো।
আমি দোষ চাপাই: “খাতা ভুল দেখেছে”, “মার্ক কম দিয়েছে”, “প্রাইভেট পড়ি নি বলে"।

আমি ঠিক আছি।



হাশরের মাঠ।

কবর থেকে উঠে বহু হাজার মাইল হেটেছি।

রেজাল্ট দেবে।
ফেল করলে আবার চেষ্টা করার উপায় নেই।

দোষ চাপিয়ে মুক্ত হবার উপায় নেই।
আমার কামাই, আমার কাজ।



পথহারা।


পথহারা:

মু'মিন নিয়ত করে গুনাহ করে না।

জায়েজ-নাজায়েজের পার্থক্য গুলিয়ে ফেললে করে।

সে হিসাবে একই ভুল দ্বিতীয়বার করার কারন নেই।

এর পরও কখনো একটা ভুল হয়ে দাড়ায় সারা জীবনের কান্না।

হোক তা প্রথম ভুল,

যেটা দ্বিতীয় বার সে কখনো করে নি, যদিও সে না বুঝে করেছিলো।

আল্লাহ তায়ালা আমাদের এমন কাজ থেকে হিফাজত করুন

যেটা আখিরাতে শুধু আমাদের আফসোসের কারন হবে।


পথহারা:

করুন বাশির সুরে আবেগ আছে।
কিন্তু সে আবেগ তোমাকে আগুনের দিকে ডাকছে।

গভীর রাতে কাবার ঈমামদের তিলওয়াত শুনেছো? তাদের কান্না?

সেখানেও আবেগ আছে,
কিন্তু সেই আবেগ হলো আগুন থেকে মুক্তির।

তোমার রবের সাথে সাক্ষাৎ তুমি পছন্দ কর বা না কর
তার সামনে দাড়াতেই হবে।
বহু দিন অপেক্ষায় ছিলাম আমার রব, বহু রাত।


পথহারা:
বহু পথ পাড়ি দিয়ে এসেছে মুসাফির

শুধু পথের খোজে।
দাড়ি সাদা হয়ে গিয়েছে

চোখের জ্যতি ক্ষিন হয়ে এসেছে।
কাধ বাকা হয়েছে,

লাঠিতে ভর দিয়েছে,

শুধু পথের খোজে।

রাস্তা শেষে হয়ে এসেছে,

দিগন্তে সূর্য ডুবে যাচ্ছে।
পথের শেষ প্রান্তে দাড়িয়ে

সে বৃদ্ধ আজও চিন্তে করছে:

সে কি তার গন্তব্যে পৌছেছে?
নাকি এখনো সে পথ হারা?


পথ চলছিলাম
আরো লক্ষ মানুষের সাথে

প্রশস্ত রাস্তা দিয়ে, সোজা সম্মুখে

তার পরও আমি পথ হারিয়েছি।

আমি রাজপথ ছেড়ে গলির পথ নিয়েছিলাম

সর্টকাটে যেতে, অন্যদের থেকে এগিয়ে থাকতে।
আজ লক্ষ মানুষ তাদের গন্তব্যে পৌছে গিয়েছে,

আমি এখনো পথহারা।।


পথহারা:

: রাবেয়া বসরীর ঐ কথাটা শুনেছিস? যদি জান্নাতের আশায় মানুষ আল্লাহর ইবাদত করে তবে জান্নাতকে আমি জ্বালিয়ে দেবো আর যদি জাহান্নামের ভয়ে করে তবে জাহান্নামকে নিভিয়ে দেবো?

: জানি।

: উনি আল্লাহর ইবাদত করতেন শুধু উনার সন্তুস্টির জন্য এবং এভাবেই ইবাদত করা পছন্দ করতেন।

: হুম।

: তবে আমি কিন্তু সেটা করি না।

: তাহলে?

: আমি করি জান্নাতের আশায়। জাহান্নামের আগুন থেকে বাচার জন্য।

: কেন?

প্রশ্নটার জবাব দিলো না। সে আমার দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করলো,
: আমি কি পথহারা?


পথহারা,



এই না যে আমি ডানে ঘুরতে পারতাম না, বা বায়ে।

তবে জানতাম না কোনটা সঠিক।

এই না যে আমি চুপ থাকতে পারতাম না,
বা কথা বলতে।

তবে বুঝতাম না কোনটা ভালো।

এই না যে আমি চোখ খোলা রাখতে পারতাম না,
বা বন্ধ রাখতে।

তবে বুঝতাম না কোনটা উচিৎ।



অংক আর জীবনের পার্থক্য জানো?
জীবনে এ না যে একটা উত্তরই সঠিক।

এও না যে সব উত্তরই সঠিক।

তবে অংকে পার্ফেকশনে যাওয়া যায়।



পথহারা।