ফিতনার সময়:
হুড়মুড় করে অনেক কিছু চলে আসছে। তবে সিচুয়েশন একেবারে বটমে যেতে আরো বহু দূর বাকি।
একটা ধারনা ছিলো ফিতনা যখন বাড়তে থাকবে তখন অনলাইনে আমরা যারা এখনো একত্রে আছি তাদের মাঝেও দ্বন্ধ ছড়িয়ে পড়বে। আমি সহ। কেউ বাচতে পারবে না।
এত দিন ফ্রেন্ড লিস্ট ছিলো ছোট। এখন অনেক বড় হয়ে গিয়েছে। সবাইকে ভয় দেখিযে লাভ নেই। এগুলো মেইনস্ট্রিম আইডোলজি না। নিদর্শনগুলোকে অবিশ্বাস করেও একজন পাক্কা মুসলিম থাকতে পারবে।
সাবধানতার জন্য তাই ফিতনা সম্পর্কিত পোষ্টগুলো এখন থেকে “Friends Only” সেটিংয়ে দিচ্ছি। Except: Restricted.
লিখাগুলো যাদের জন্য উপযুক্ত না তাদেরকে দুটো ক্লিকে পারমানেন্টলি Restricted এ দিয়ে দিতে পারবো। সবাই সেইফ। ইনশাল্লাহ।