আল কাউলু মুখতাসার ফি আলামাত আল মাহদি আল মুনতাদার
আখিরুজ্জামান নিয়ে যত রেফারেন্স পেয়েছি তার মাঝে দ্বিতীয় সবচেয়ে কমন রেফারেন্স হলো “আল-কাউলু আল- মুখতাসির ফি আলামাত আল-মাহদি আল-মুনতাদির”
ইবনে হাজার আল হাইতামির লিখা। উনি শাফি মাজহাবের ইমামদের একজন। ১০০০ হিজরির আশে পাশের সময়ে। মোটামুটি রিসেন্ট। অনেক রিসোর্স ঘেটে সব একত্রিত করেছেন।
এটার আরবী পিডিএফ নেটে আছে। বাংলা-ইংরেজি কোনো অনুবাদ নেই।
সংক্ষিপ্ত বই, কিন্তু তথ্যবহুল, যে কারনে এটার রেফারেন্স সবাই টানে।
আল কাউলু আল মুখতাসির এ তিনটি ভাগ আছে। প্রথম ভাগে লিখক রাসুলুল্লাহ ﷺ থেকে পাওয়া বর্ননাগুলো এক করেছেন। এর সংখ্যা ৬২।
দ্বিতীয ভাগে, সাহাবা কিরাম থেকে পাওয়া বর্ননাগুলো। ৩৯ টি।
তৃতীয় ভাগে তাবেয়িনদের থেকে যে বর্ননা এসেছে। সংখ্যা ৫৬ টি।
রাসুলুল্লাহ ﷺ থেকে বর্ননাগুলো সবাই জানে। সাহাবা কিরামদের থেকে পাওয়া বর্ননাগুলোও যারা উৎসাহি তারা জানে।
তাই প্লেন করেছি, আরম্ভ করবো তৃতীয় ভাগ, মানে তাবেয়িনদের বর্ননা থেকে, ইনশাল্লাহ।
খন্ড খন্ড অনুবাদগুলো পরবর্তিতে একত্র করে নোট।
বই: আল-কাউলু আল-মুখতাসির ফি আলামাত আল-মাহদি আল-মুনতাদির। লিখক: ইবনে হাজার আল-হাইতামি আল-মাক্কি।
যারা আরবী জানেন তারা এখান থেকে PDF টা পাবেন। http://habibur.com/muntadir.pdf