তাবলীগের চলমান সংকট নিরসনের জন্য একত্রিত হচ্ছেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম

 
Written By Sanjir Habib On Jan-3rd, 2018

তাবলীগের চলমান সংকট নিরসনের জন্য একত্রিত হচ্ছেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম এবং তাবলীগের জিম্মাদার গন। তারিখ: ৬ জানুয়ারি ২০১৮,শনি বার। স্থান: সেক্টর-১৪,রোড-২১,আয়েশা মসজিদ,উত্তরা। সময়:সকাল হতে যোহর পর্যন্ত

আগে গত নভেম্বরের ১১ তারিখে এই মসজিদে উলামার জড়ো হয়েছিলেন তবলিগের ব্যপারে যার যার মত জানাতে।

যদিও বলা হয়েছিলো “মাশওয়ারা” কিন্তু মাশওয়ারার কিছু এখানে ছিলো না। শেষে পূর্বনির্ধারিত ঘোষনা পড়ে শেষ করা হয় মজমা।

যাই হোক এথেকে বহু কিছু জানা গিয়েছিলো, এবং এর পর আরো অনেক কিছু ঘটেছে।

এখন আগামি শনিবার আবার একই মসজিদে উলামারা বসছেন।

কোনো সমাধান নিয়ে কেউ আসবেন, এটা আমি আশা করছি না। কিন্তু কি ঘোষনা, কি স্বিদ্ধান্ত সেটা অফিসিয়ালি জানা যাবে।

আগের মজমার ছবি। কালেকটেড: ফেসবুক।