বস্তুতঃ আমরা এখন দুটো দলের downfall দেখছি। তবলিগ ও সালাফি মুভমেন্ট।

 
Written By Sanjir Habib On Nov-26th, 2017

বস্তুতঃ আমরা এখন দুটো দলের downfall দেখছি। তবলিগ ও সালাফি মুভমেন্ট।


downfall মানে রাতারাতি শেষ হয়ে যাবে, তা না।

চারদিকে এত দ্বিমত এত সংঘর্ষ যে প্রতিটা কথা-কাজ এনালাইসিস-রিফিউট করা অর্থহীন। পাকিস্তানের আন্দোলন নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু বিরতি দিলাম।


এখন সময় যে যেখানে আছে সেখানে স্টিক করার। শেকড় কামড়িয়ে পড়ে থাকার কথা হাদিসে আছে।

বিপরিত মত জেনে কোনো কাজ নেই। সূর করে যারা ডাক দেয়, মাসের পর মাস ধরে আপনি তাদের সুর ইগনোর করতে পারবেন না। তাই আগেই ব্লক করে রাখেন যেন এক্সপোজড না হন।

আপনি যেই মতের উপর আছেন সেই মতের উপর স্থির থাকেন। দ্বিতীয় কোনো মত যে আপনার মত থেকে ভালো, এমন কোনো নিশ্চয়তা নেই।


বিশাল জনগোষ্ঠি ফিতনায় পড়ে যাবে।
এদেরকে ফিরানোর চেষ্টা যে করবে সেও ফিতনায় পড়বে।