ফিতনা: ১ বিশাল একটা সম্রাজ্য। দুর্দান্ত এক শাসক চালাচ্ছেন। উনার মৃত্যুর পর

 
Written By Sanjir Habib On Oct-26th, 2017

ফিতনা:

বিশাল একটা সম্রাজ্য। দুর্দান্ত এক শাসক চালাচ্ছেন। উনার মৃত্যুর পর উনার ভাই ক্ষমতা নিলো। যে প্রচন্ড জালেম, খারাপ লোক।

জনগন কি করবে?


বিশাল একটা দল সুন্দর ভাবে দ্বিনের কাজ করে আসছে। এর পর এমন একজন নেতৃত্বে আসলেন যিনি দলা-দলি ভাগা-ভাগি করে সব ছারখার করে ফেলছেন।

করনীয় কি?


বস্তুতঃ এগুলো কোনোটাই নতুন সমস্যা না। ইসলামের প্রথম যুগ থেকেই চলে আসছে।

এই ওমর আসলেন তো এর পর হাজ্জাজ।
এই বাবর আসলেন তো এর পর আকবর।

তাই উলামা কিরামগনও এই ব্যপারে সমাধান দিয়ে গিয়েছেন।

সমাধান কোথায় পাবো? ফিকাহর বইগুলোতে।

অল্টারনেট হলো ফেসবুকের বড় ভাইরা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে নিজেদের বুঝ মত যা বলেন সবাই সেটার অন্ধ অনুসরন করবে।