১ মুশফিক স্যার যখন আলাদা জামাত বের করেন তখন তাদের পিটিয়ে বের করে দেয়া আরম্ভ হয়।

 
Written By Sanjir Habib On Oct-21st, 2017


মুশফিক স্যার যখন আলাদা জামাত বের করেন তখন তাদের পিটিয়ে বের করে দেয়া আরম্ভ হয়।

যারা পিটাতো তাদের বিশ্বাস ছিলো, ফিতনা দুর করছে। সোয়াবের কাজ।


মুশফিক স্যারের বিরুদ্ধে যা বলা হতো সে কথার ফাদে এখন ঐ কথার বক্তারা।

এখন এক গ্রুপ জিতবে, একগ্রুপ হারবে।

যারা জিতবে তাদের জীবনটা কাটবে পিটিয়ে। প্রথমে মুশফিক স্যারকে পিটিয়েছে। এখন দ্বিতীয় দলকে পিটাবে।

যারা হারবে তারা তাদের নিজেদের কথায় আটকাবে।
মুশফিক স্যারের বিরুদ্ধে যা বলতো, সেটা তাদের উপরও খাটবে।


ফিতনা।
যা জানি সব বলার উপায় নেই।
বিন্দু মাত্র মতবিরোধে মানুষ এখন ঝাপিয়ে পড়বে।
এখন না হলেও সামনে, শিগ্রই।

শুধু কাকরাইল না।