এক খলিফার তিন সন্তান:

 
Written By Sanjir Habib On May-2nd, 2015

এক খলিফার তিন সন্তান:

[ নিচে অলটারনেট ভিউ আলোচনা হয়েছে। মেইনস্ট্রিম ভিউ না। তাই মূল ব্যপারটা যদি আগের থেকে জানা না থাকে তবে মিস গাইডেড হবার আশংকা আছে ]

এটা হয়েছিলো ২০০ হিজরির কাছাকাছি, বাদশাহ হারুনুর রশিদের মৃত্যুর পর। উনার তিন ছেলে ছিলো। আমিন, মামুন, কাসেম। এর পর গন্ডোগল অরম্ভ হয় তিন জনের মাঝেই। যুদ্ধ গড়ায় মূলতঃ আমিন আর মামুনের মাঝে। এবং শেষ পর্যন্ত মামুন বিজয়ী হয়ে ক্ষমতা দখল করেন। যুদ্ধে বাগদাদ ধ্বংশ হয়। ফিতনা সহ, শহরে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে।

এ যুদ্ধে “এক খলিফার তিন ছেলে” পাওয়া গেলো। “খুরাসানিদের” পাওয়া গেলো, মামুনের সাথে খুরাসানের সেনাবাহিনী ছিলো। এবং এই একই সময়ে একজন “সুফিয়ানীও” ছিলো যে কিনা সিরিয়া দখল করে নিয়েছিলো।

একটা সময় পর্যন্ত এই ঘটনাকেই বলা হতো “এক খলিফার তিন ছেলে” হাদিসের বাস্তবতা। হাদিস শিক্ষাবিদরাও এই হাদিস পড়ানোর সময় এই ঘটনার কথা উল্লেখ করতেন। ইনটারনেটের এক ইসলামিক সাইটে এই হাদিসের রেফারেন্স দিয়ে এক স্কলারকে প্রশ্ন করা হয়েছিলো এটা কি সৌদিতে হবে? উনি উত্তর দিয়েছিলেন না, এটা হয়ে গিয়েছে হরুনুর রশিদের মৃত্যুর পর। ১০ বছর আগে পড়েছিলাম। এখন ঐ সাইটটা নেই, বা আমার কাছে লিংক নেই।

তাহলে এটা কি সামনে হবে না? হতে পারে তবে অলটারনেট ভিউ আরো অনেক আছে।

বলা হয়েছে “খলিফার” তিন ছেলে। সৌদি বাদশাহকে “খলিফা” বললে ইন্টারনেটের কেউ কেউ সৌদি বাদশাহর সাথে আপনাকেও কাফির ফতোয়া দিয়ে দেবে :-) । তাদের মতে, এই বাদশাহ কোনো খলিফা না। তাই আগে খিলাফত প্রতিষ্ঠিত হতে হবে, এর পর ঐ খলিফার ক্ষেত্রে এসব ঘটবে।

আর আমার মত? Observing. আমি দেখছি। :-) তবে জিনিষগুলোকে অন্যরা যত ডেফিনিট হিসাবে ধরে নিচ্ছে আমি ততটা না।