সৌদিতে প্রচলিত উথমানি ছাপা কোরআন শরিফ, আর এই দেশে প্রচলিত দিল্লি ছাপার আরেকটা

 
Written By Sanjir Habib On Aug-21st, 2017

সৌদিতে প্রচলিত উথমানি ছাপা কোরআন শরিফ, আর এই দেশে প্রচলিত দিল্লি ছাপার আরেকটা পার্থক্য।

মিম সাকিন:
ছবিতে সৌদি প্রিন্টের [নীল পাতার] লিখায় দুটো মিম সাকিন হাইলাইট করা আছে হলুদ রং দিয়ে। এর এক জায়াগায় গুন্নাহ হয়ে টান হবে। অন্য জায়গায় কোনো টান হবে না। নরমাল সাকিনে যেভাবে পড়ে সেভাবে পড়তে হবে।

কোথায় কিরকম পড়তে হবে সেটা এদগাম-এখফার নিয়মে আছে। কিন্তু নিয়ম জানা না থাকলেও সৌদি প্রিন্টে যেহেতু এটা মার্ক করা থাকে তাই ঠিক মত পড়তে পারবেন। যেখানে দেখবেন মিমের উপর সাকিন দেয়া আছে সেখানে অন্যান্য সাকিনের মত পড়তে হবে, আর যেখানে মিমের উপর খালি কিছু নেই সেখানে গুন্নাহ হবে।

দিল্লি প্রিন্টে [সাদা পেইজে] এই পার্থক্যটা থাকে না। বরং দুই জায়গাতে সাকিন দেয়া থাকে। তাই নিয়ম জেনে মিলিয়ে ঠিক মত পড়তে হবে।

এভাবে নুন সাকিনের পার্থক্যের উপর আগে লিখেছিলাম।