"লিবা'দিন" গুন্নাহ হবে না। পরের আক্ষরে আইন আছে বলে।

 
Written By Sanjir Habib On Jun-17th, 2017

“লিবা'দিন” গুন্নাহ হবে না। পরের আক্ষরে আইন আছে বলে।
“কালিমাতিন” গুন্নাহ হবে। কারন পরের অক্ষর ফা বলে।

উথমানি প্রিন্টে দুই-যের [কাসরাতাইন] লিখার স্টাইল দুই জায়গায় একারনে ভিন্ন। কোথায় গুন্নাহ হবে আর হবে না সেটা বুঝানোর জন্য।

দিল্লি প্রিন্টে এরকম থাকে না।

সবুজ বর্ডারে লিখা হলো উথমানি প্রিন্ট। অনেকে যেটাকে বলে সৌদি প্রিন্ট। আরব দেশে এটা প্রচলিত। দেশেও প্রচুর কপি আছে। আপনার মসজিদেও পাবেন।

কালো বর্ডারে দিল্লি প্রিন্ট। দেশে হাফেজি কোরআনের ফন্টও এরকম। উপমহাদেশে যেটা প্রচলিত।

আরেকটা আছে কোলকাতা প্রিন্ট যার ছবি দেয়া হয় নি। এটার লিখাগুলো অনেকটা স্কয়ার এবং সমান লাইনে লিখা, বাংলার মত। বেশি বাকানো না। আমাদের দেশে অধিকাংশ লোক কোলকাতা প্রিন্ট পড়তে স্বচ্ছন্দ বোধ করে।