প্রসঙ্গ : হজ্জ ১ গতকাল জানলাম :

 
Written By Sanjir Habib On Mar-28th, 2017

প্রসঙ্গ : হজ্জ


গতকাল জানলাম :
- ৫ বছরে একবার হজ্জে যেতে পারবে এ নিষেধাজ্ঞা এ দেশে নেই। একবার কথা উঠেছিলো, পাশ হয় নি।

অথচ, গত কয়েক বছরে যত এজেন্সির সাথে কথা বলেছি, কেউ কথাটা আমাকে বলে নি।

দুজন মিলে আলাদা রুম নিয়ে থাকতে চাইলে,
- হজ্জে লাগবে প্রতিজন ৫ লক্ষ।
- উমরাহতে ১৩৫ হাজার। ১০ দিনে। প্লাস খাওয়া যাতায়াতের জন্য আরো ২০ হাজার।


হজ্জে অধিকাংশ সময় কাটে তোয়াফ করে। তোয়াফের অধিকাংশ সময় দোয়া।

আগে হাজ্জিদের দোয়ার বই দেয়া হতো সৌদি সরকার থেকে, এখন হয় না।
একটা কিনে নিতে হবে।

সুযোগ না হলে এখানে আছে।
https://habibur.com/umra.pdf

এর ৩৮ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত দোয়া।
প্রিন্ট করে, নয়তো মোবাইলে পড়া।

এটা ৭ ভাগে ভাগ করে নিলে হিসাব রাখা সহজ হয়।
উপরের PDF এ ২ পৃষ্ঠায় এক চক্কর, ১৪ পৃষ্টা মোট।


অগে মক্কা নাকি মদিনা সফর?

আগে মদিনা সফরে আবেগ থাকে।
হজ্জের পরে ক্লান্তি চলে আসে।

#HabibHajj