"এত মত পথ কি করবো?" ১

 
Written By Sanjir Habib On Mar-28th, 2017

“এত মত পথ কি করবো?”


আমি এ ক্ষেত্রে বলি অহংকারকে দূর করে আল্লাহর সামনে নিচু হয়ে যাওয়া।
উনি পথ দেখাবেন।

কাফেরদের হিদায়াত না পাবার বড় কারন আল্লাহ তায়ালা বলেছেন: অহংকার।


সবাই পথ পাবে না, অধিকাংশ বিপথগামী হবে।
সবাই ফিতনা থেকে বাচতে পারবে না। অধিকাংশ ফিতনায় পড়বে।

টার্গেট: আমি এবং আমার পরিবার যেন বাচি।


- নিরহংকারী অর্থ এই না, যে যা বলে তাই মেনে নেয়া।
- অধিকাংশ বিপথগামী মানে এই না যে আমার ক্ষুদ্র দল ঠিক।
- যে দলকে আজকে তায়িফাতুল মানসুরা মনে করছি, সেটা কালকে বদলাতে পারে।


সমাধান কি?
আবারও, অহংকার দূর করে আল্লাহর কাছে দোয়া করেতে থাকা।
প্রতি রাকাতে সুরা ফাতিহাতে এই দোয়া আমরা করি, তবে গাফলতির সাথে।