“এত মত পথ কি করবো?”
১
আমি এ ক্ষেত্রে বলি অহংকারকে দূর করে আল্লাহর সামনে নিচু হয়ে যাওয়া।
উনি পথ দেখাবেন।
কাফেরদের হিদায়াত না পাবার বড় কারন আল্লাহ তায়ালা বলেছেন: অহংকার।
২
সবাই পথ পাবে না, অধিকাংশ বিপথগামী হবে।
সবাই ফিতনা থেকে বাচতে পারবে না। অধিকাংশ ফিতনায় পড়বে।
টার্গেট: আমি এবং আমার পরিবার যেন বাচি।
৩
- নিরহংকারী অর্থ এই না, যে যা বলে তাই মেনে নেয়া।
- অধিকাংশ বিপথগামী মানে এই না যে আমার ক্ষুদ্র দল ঠিক।
- যে দলকে আজকে তায়িফাতুল মানসুরা মনে করছি, সেটা কালকে বদলাতে পারে।
৪
সমাধান কি?
আবারও, অহংকার দূর করে আল্লাহর কাছে দোয়া করেতে থাকা।
প্রতি রাকাতে সুরা ফাতিহাতে এই দোয়া আমরা করি, তবে গাফলতির সাথে।