প্রসংগ : হজ্জ ১ শেষ খবর: এবার প্রতি দুই জন যারা হজ্জে যাবার জন্য টাকা জমা দিয়েছেন

 
Written By Sanjir Habib On Mar-24th, 2017

প্রসংগ : হজ্জ


শেষ খবর: এবার প্রতি দুই জন যারা হজ্জে যাবার জন্য টাকা জমা দিয়েছেন তাদের মাঝে ১ জন যেতে পারবে। ৭০ হাজার লোক টাকা জমা দিয়েও, যেতে পারবে না।

সমস্যা কোটার জন্য। বাংলাদেশর কোটা ১৩০ হাজার। গত বছরের ৪০ হাজার আছে লাইনে।


বলছিলাম আগে টাকা দিয়েন না। পাবলিক শুনলো না। এজেন্সি নাকি বলেছে আগে টাকা দিলে আগে সিরিয়াল দিয়ে পাঠিয়ে দেবে। এখন?

অনেক এজেন্সি একজনও পাঠাতে পারছে না। কিন্তু বুগি ঝুগি বুঝিয়ে হাজ্জিদের বলছে “কিছু টাকা বেশি দেন, সিরিয়াল এমনে ওমনে আগে ঢুকিয়ে দেবো।”

পারবে না। এটা আরেক খেল।


সরকারী এখনো আমার কাছে সেইফ মনে হচ্ছে। ১০ হাজার হাজ্জির কোটা ছিলো, ৩ হাজার এপ্লিকেন্ট। টাকা দিলেই যাওয়া যাবে ইনশাল্লাহ।

কিন্তু জনগন আগেই এজেন্সিকে টাকা দিয়ে আটকে আছে। এখন আর ফ্লিপ করার সুযোগ নেই।

আর সরকারী না যেতে পারলে ঐ বছরই টাকা ফিরত পায়। এজেন্সিগুলো সামনের বছর পাঠাবো বলে টাকা আটকে রাখে।

#HabibHajj