মাজহাবগত পার্থক্য : প্রসংগ: সালাফিদের মাঝে উপধারা

 
Written By Sanjir Habib On Feb-15th, 2017

মাজহাবগত পার্থক্য : প্রসংগ: সালাফিদের মাঝে উপধারা

এ দেশে সালাফিদের মাঝে তিনটি ধারা আমার চোখে পড়েছে।


মূল ধারা হলো সেটা যেটা সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় যে চলছে। তাদের মাসলা মাসায়েলের ফতোযার সংকলন islamqa সাইটে আছে। এই দেশের সালাফি আলেম এবং মদিনা ভার্সিটি থেকে পাশ করে যে সকল আমাদের দেশে আসেন, তাদের একটা বড় অংশ এই মাজহাব অনুসরন করেন।

নেটে অনেকে তাদের ‘সরকারি সালাফি’ বলে।


২০০০ দশকে এই দেশে সালাফিদের আরেকটি ধারা জনপ্রিয় ছিলো ছাত্রদের মাঝে এইচটি নামে একটি আন্দোলনকে কেন্দ্র করে। তারা সরকারী সালাফিদের থেকে মাসলা মাসায়েলের দিক থেকে বেশ অনেকটা লিবারেল ছিলো।

#HabibDiff