১ - "নামাজে নাকি এই রকম করতে হবে, আমরা যেটা করি সেভাবে নাকি নামাজ হবে না?"

 
Written By Sanjir Habib On Jan-2nd, 2017


- “নামাজে নাকি এই রকম করতে হবে, আমরা যেটা করি সেভাবে নাকি নামাজ হবে না?”

কমন প্রশ্ন। প্রচুর বার শুনেছি। এই রকম প্রশ্ন শুনলে আমার প্রথম রিয়েকশন হয় কথা লম্বা করে ২ ঘন্টার তর্কে না গিয়ে, কিভাবে এটা ২ মিনিটে শেষ করা যায়।

কোনো দিককে প্রমোট করা বা একটাকে ভুল বা অন্যটাকে ঠিক প্রমান করা আমার উদ্যেশ্য না। I want to just end this discussion. উনি যে দিকে যেতে চান উনাকে আমি রাস্তা দেখিয়ে দিতে পারি।

জটিল প্রশ্ন। এটার জবাব দিতে গেলে আবার ২ ঘন্টার তর্ক।

এখনো বুঝার চেষ্টা করছি উনি সালাফি নাকি হানাফি মত চাচ্ছেন? কোরআন-হাদিস-মতে যেহেতু বলেছেন তাই হয়তো উনি সালাফি মত অনুসরন করতে চাচ্ছেন। বা হয়তো উনি হানাফি কিন্তু এই সব তর্কে নতুন এসেছেন বলে মনে করছেন কোরআন হাদিসে শুধু একটা কথাই আছে এবং সেটাই ঠিক।

Win (Y) ডিসকাশনকে শর্ট কাট করে আনতে পেরেছি। এখন শুধু ক্লোজিং। :-)

Just another regular day in life.


ব্যক্তিগত ভাবে আমি বলি কাউকে ঐ মাজহাব অনুসর করতে:
- যেটা তার এলাকায় প্রচলিত আছে।
- বা যেই মাজহাবের ফতোয়া তার সবচেয়ে ভালো জানা আছে।
- বা যে সমস্ত আলেমদেরকে উনি সহজে মাসলা জিজ্ঞাসা করতে পারেন তাদের মাজহাব।

এর বাইরে যদি কেউ এতটুকু জানে যে সে তার পথ বের করে নিতে পারবে, well then be it.


এই মাসলাগত মতভেদগুলো ডকুমেন্ট করতে চাচ্ছি সংক্ষেপে, যেন আমার পরিচিত মানুষদের মাঝে কনফিউশন কমে।