১ অনেকে চাচ্ছেন ফিতনার সময় গাছের শেকড় কামড়ে বাসায় বসে থাকার হাদিসগুলো রেফারেন্স

 
Written By Sanjir Habib On Dec-4th, 2016


অনেকে চাচ্ছেন ফিতনার সময় গাছের শেকড় কামড়ে বাসায় বসে থাকার হাদিসগুলো রেফারেন্স আরেকবার দিতে।

উত্তর: এখানে পাবেন। মুসান্নাফ ইবনে আবি শায়বার “ফিতনা” অধ্যায়ে। ৫০০ হাদিসের মাঝে মাত্র প্রথম ১০০ হাদিস অনুবাদ করেছিলাম। সেখানেই আছে। পড়ে দেখেন, বাকি প্রশ্নের উত্তর পাবেন ইনশাল্লাহ।

https://habibur.com/kitab/shaiba/


অনেকে জানতে চাচ্ছেন বার্ধক্যের শেষ প্রান্তে না পৌছানোর যে দোয়ার কথা বলেছি, সেটার রেফারেন্স।

উত্তর: বুখারি শরিফে এবং আরো অন্যান্য হাদিস গ্রন্থে আছে। আরবীতে

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ

এই দোয়া নিয়ে সমস্ত হাদিসের লিস্ট পাবেন এই পেইজে:

https://sunnah.com/search/?q=%D8%A3%D9%8E%D9%86%D9%92+%D8%A3%D9%8F%D8%B1%D9%8E%D8%AF%D9%8E%D9%91+%D8%A5%D9%90%D9%84%D9%8E%D9%89+%D8%A3%D9%8E%D8%B1%D9%92%D8%B0%D9%8E%D9%84%D9%90+%D8%A7%D9%84%D9%92%D8%B9%D9%8F%D9%85%D9%8F%D8%B1%D9%90


অনেকে বলছেন রাসুলুল্লাহ ﷺ এবং সাহাবা কিরামগন ৬৩ বছর বেচেছিলেন। ৬০ বছর না।

উত্তর: হিজরি (চন্দ্র) বছরের ৬৩ বছর বেচেছিলেন। কিন্তু আমরা যখন নিজেদের বয়স হিসাব করি তখন করি ইংরেজি (সৌর) বছরে। হিজরিতে না।

তাহলে ৬৩ হিজরি বছর কত ইংরেজি বছর হবে? বেশি নাকি কম?
উত্তর: ৬০ বছর (approx.) ইংরেজি প্রায়।