“It’s fitna, fitna everywhere”
[insert the meme pic here],
তিন বছর আগে ছিলো তবলিগ জামাতের মাঝের ফিতনা।
এই বছরটা গেলো দেওবন্দ মাদ্রাসাগুলোকে ঘিরে।
এখন বিভক্তির সাইন দেখা যাচ্ছে সালাফিদের ঘিরে।
এক্টিভিস্টরা এখন এদেশের সালাফি আলেমদের টার্গেট করেছে আক্রমনের জন্য। এতদিন তাদের টার্গেট ছিলো মূলত “পশ্চিমা মডারেট আলেমরা"। ইয়াসির কাজী বা NAK.
বর্তমানের ট্যগ হলো “সরকারী সালাফি"। মুখোশ উন্মোচন ভিডিও আর লিখনি।
এই বিভক্তিটা হটাৎ করে এসেছে তা না। কিন্তু বিভক্তিটা এর আগে শুধু internal লোকেরা বুঝতো। বাইরে এত প্রকাশ্য ছিলো না।
ইন্টারেস্টিংলি, যারা এই আক্রমনগুলো করছে তাদেরকেও কিন্তু সালাফি মানহাজের বলে জানি।
এই বছরটা প্রায় শেষ হয়ে আসছে।
সামনের বছর বিভক্তি আরো বাড়বে বুঝা যাচ্ছে।
আল্লাহ তায়ালা আমাদের রক্ষা করুন।