১ মুসান্নাফ ইবনে আবি শায়বার একটা হাদিসে বলা আছে যখন মক্কার দালান মক্কার পাহাড়ের

 
Written By Sanjir Habib On Oct-29th, 2016


মুসান্নাফ ইবনে আবি শায়বার একটা হাদিসে বলা আছে যখন মক্কার দালান মক্কার পাহাড়ের থেকে উচু হয়ে যাবে, তখন কাবা শরিফ ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, কোনো এক ঘটনায়। ফিতনা কালিন সময়ে।


মক্কার দালান এখন এর পাহাড় থেকে উচু। ক্লক টাওয়ার, ওমর প্রজেক্ট সব নতুন দালানই এখন স্কাই স্ক্রেপার।

এর মাঝে খবর গতকাল ইয়েমেনের হুতিদের ছোড়া একটা রকেট সৌদি সেনারা ইন্টারসেপ্ট করে ফেলে দিয়েছে মক্কার ৫০ কিলোমিটার দূরে। হুতিদের রকেট মক্কাকে টার্গেট করে ছোড়া হয়েছিলো।


হার্টটা একটু দুরুক করে উঠলো।

Don’t worry. এর পর কাবা শরিফকে ইতিহাসে সবচেয়ে সুন্দর করে নির্মান করা হবে এটাও বলা আছে।