আজকে ইশার পর থেকে হাজ্জিদের আরাফার মাঠে নেয়া আরম্ভ হবে। নিয়ম হলো কালকে ফজরের

 
Written By Sanjir Habib On Sep-10th, 2016

আজকে ইশার পর থেকে হাজ্জিদের আরাফার মাঠে নেয়া আরম্ভ হবে। নিয়ম হলো কালকে ফজরের পর রওনা হওয়া। কিন্তু ভীড়ের কারনে রাত থেকেই নেয়া আরম্ভ হয়।

রাতে আরাফায় গেলে সমস্যাগুলো:
রাতে না ঘুমিয়ে বাসের জন্য রাস্তায় দাড়িয়ে অপেক্ষা করতে হবে। একটা বাস আসছে, ধাক্কাধাক্কি। আবার এর পরেরটার জন্য অপেক্ষা। এরকম।

আরাফার মাঠে পৌছলেও রাতে ঘুমাতে পারবো না মশার জন্য। আরাফার মাঠে মশা আছে “নিম গাছ” আছে বলে। মিনাতে মশা নেই।

টয়লেট আরাফায় আরো কম, স্বল্প সময় থাকতে হয় বলে।

সমাধান,
মুয়াল্লেমের লোকদের [এরা আরব] বলতে হবে: বরং কালকে সকালে আমি হেটে যাবো। বলে তাবুতে শুয়ে থাকতে হবে। ফজরের সময় নামাজ পড়ে, দেখবেন সব চলে গিয়েছে একটা বাস দাড়িয়ে আছে ফজরের পরের লাস্ট ব্যচ নিয়ে যাবে বলে। এরকম গোয়ার পাবলিক আরো দুচার জন থাকে :-) এদের সাথে চড়ে বসতে হবে।

বাস না পাওয়া গেলে হেটে যেতে হবে। তাই হেটে আরাফায় যাবার মত সাহস, শক্তি, মানসিকতা না থাকলে এটা করা নিষেধ।

এই সময়টা খুবই ইমোশোনাল সময়। বহু কস্ট করে বহু দূর থেকে আল্লাহ তায়ালা এই পর্যন্ত নিযে এসেছেন। এখন এই শেষ ২০ কিলোমিটার নিয়ে গেলেই হজ্জ হবে, ইনশাল্লাহ।

এই পর্যন্ত এসেও আল্লাহ তায়ালা কিছু লোককে ফিরিয়ে দেন। এক দম্পতি মিনার প্রথম দিনের কস্ট দেখে, “আমরা হজ্জ করবো না, টাকা আছে পরে আবার আসবো” বলে মক্কায় ফিরে গিয়েছে। তাদেরকে “আর সামান্য একটু গেলেই হজ্জ হয়ে যাবে” বলে আটকানো যায় নি।

কবুলিয়াত উনার হাতে।
যাকে ডাকেন, সে লাব্বায়েক বলে হাজির হয়।
উনি স্রষ্টা যা ইচ্ছে করেন। আমরা দাস।

#HabibHajj