কোরবানীর ব্যপারে হাম্বলী/সালাফী মাজহাবের সাথে হানাফি মাজহাবের কিছু পার্থক্য।

 
Written By Sanjir Habib On Sep-4th, 2016

কোরবানীর ব্যপারে হাম্বলী/সালাফী মাজহাবের সাথে হানাফি মাজহাবের কিছু পার্থক্য।

হাম্বলি/সালাফি মাজহাব বলতে সৌদি আলেমগন যে মাজহাব অনুসরন করেন সেটা বুঝাচ্ছি। এদেশের আহলে হাদিসদের মতও প্রায় সব ক্ষেত্রেই এক।

এটা দিচ্ছি এই কারনে যে প্রশ্নগুলো প্রায়ই আমাকে করা হয়, “আমরা যে এটা করি ওটা নাকি ঠিক না?”

তখন আমাকে বার বার বুঝিয়ে বলতে হয় এই মাজহাবে মত এটা, আর ঐ মাজহাবে মত ওটা। সবগুলোই মতই কোরআন হাদিস থেকে এসেছে। তাই আপনি কোন মাজহাব অনুসরন করবেন সেটা আপনার ব্যপার। আর যদি ফান্ডামেন্টালি কোনো মাজহাবকে ভুল মনে করেন তবে তর্কটা গোড়ায়। শাখাপ্রশাখা নিয়ে তর্ক করে লাভ নেই।

পার্থক্যগুলো দিয়ে দিচ্ছি যেন একটা অনুসরন করতে চেয়ে অন্যটার কথা শুনে বিভ্রান্ত হয়ে কেউ গুলিয়ে না ফেলে।

#HabibDiff