নুয়াইম বিন হাম্মাদের "আল-ফিতান" এর সবকয়টা হাদিসও দিয়ে দিয়েছি ওয়েবে। আগে এগুলো

 
Written By Sanjir Habib On Aug-15th, 2016

নুয়াইম বিন হাম্মাদের “আল-ফিতান” এর সবকয়টা হাদিসও দিয়ে দিয়েছি ওয়েবে। আগে এগুলো শুধু PDF এ ছিলো।

এখন কোনগুলো মিসিং আছে দেখে এডিট করে ফাইনাল ভার্সন করতে হবে।

লাইব্রেরিটা এইখানে। এখন দুটো বই আছে। আরো বই এড হবে ইনশাল্লাহ।

এর পর ইচ্ছে আছে মুসতাদরাক হাকিম এর ফিতনা চ্যপ্টার এবং শেষে ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান্নিহায়ার শেষ খন্ড “ফিতান ওয়াল মুলাহিম” অনুবাদ করার।

তবে যতটুকু দেখলাম নুয়াইম বিন হাম্মাদের বইটাই মূল বই। এই বইয়ের বাইরে এই সংক্রান্ত নতুন কোনো কথা, বর্ননা বা হদিস খুব কম আছে।

এই মুহুর্তে নুয়াইম বিন হাম্মাদের বইয়ের একটা একটা করে হাদিস রিভিউ করার ইচ্ছে। কাজ শেষ হলে এটা সম্পুর্ন বই এর মত হয়ে যাবে, ইনশাল্লাহ।