মুসান্নাফ ইবনে আবি শাইবার, ফিতন আধ্যাযে ৬০০ টার মত হাদিসের মাঝে প্রথম ১২৮ টা অনুবাদ করা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ।
দুটো হাদিসের [৯৯ আর ১০০] অর্থ বের করতে পারি নি। তাই এই দুটো বাদ রেখেছি।
বাকি হাদিসগুলো প্রায় সবগুলো ফিতনা অর্থাৎ মুসলিমে-মুসলিমে যুদ্ধ হলে কোনো পক্ষে না গিয়ে বাসায় বসে থাকার হুকুম সংক্রান্ত।
কোন হাদিস থেকে আমি কি জানলাম এটা সংক্ষেপে লিখে দিবো ইনশাল্লাহ।