হাদিস - ২৩
হুজাইফা রা: বলেছেন:
তিনটা ফিতনা হবে। চতুর্থটা দাজ্জালের দিকে নিয়ে যাবে।
তখন কালো পাথর ছুড়ে মারা হবে। এবং অগ্নি পাথর ছুড়ে মারা হবে।
ঢেউয়ের মত অন্ধকার আসবে। সমুদ্রের ঢেউয়ের মত।
[ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৩৩ ]
http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=22
টিকা:
তিনটা ফিতনা: বড় ফিতনার কথা বলা হয়েছে।
পাথর: কেটাপুলটের পাথরের কথা বলা হয়েছে। তবে বর্তমানের ফিতনাকে চতুর্থ ফিতনা ধরা হলে, অনেকে বোমা, মিসাইল দ্বারা ব্যখ্যা করে।