হাদিস - ১১ আবি মুসা রা: বলেছেন,

 
Written By Sanjir Habib On Aug-5th, 2016

হাদিস - ১১
আবি মুসা রা: বলেছেন,
উনি ﷺ আমাদেরকে খুতবা দিলেন এবং বললেন,
সাবধান! তোমাদের পেছনে আধার রাত্রির টুকরার মত ফিতনা আছে।
তখন এক লোক সকালে মু'মিন থাকবে তো সন্ধায় কাফির হবে।
সন্ধায় কাফির থাকলে সকালে মু'মিন হবে।
ঐ সময়ে বসে থাকা লোক দাড়ানো লোকের থেকে ভালো।
দাড়ানো লোক হেটে চলা লোকের থেকে ভালো।
হেটে চলা লোক আরোহী থেকে ভালো।

লোকেরা জিজ্ঞাসা করলো:
আমাদের কি করতে বলেন?

উনি ﷺ বললেন,
বাসায় বসে থাকবে।

[ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪২১ ]
http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=10


টিকা,
হেটা চলা দাড়ানো থেকে ভালো এর অর্থ হলো ঐ সময়ে কম একটিভ মানুষ, একটিভ লোকের থেকে ভালো।