হক-নাহক দ্বন্ধ ফিতনা না। ফিতনার একটা ডেফিনেশন হলো হক পন্থিদের মাঝে দল-মত-ভাগ

 
Written By Sanjir Habib On Jun-19th, 2016

হক-নাহক দ্বন্ধ ফিতনা না। ফিতনার একটা ডেফিনেশন হলো হক পন্থিদের মাঝে দল-মত-ভাগ তৈরি হয়ে যাওয়া।

১৩ সালে যখন নাস্তিক শাহবাগী বনাম মুসলিমদের মাঝে দন্ধ তৈরি হচ্ছিলো তখন বলতাম, “নাস্তিক বনাম মুসলিমদের মাঝে দ্বন্ধ ফিতনা না। ফিতনা হবে যখন হাটহাজারি মাদ্রাসার মাঝে দুই ভাগ হয়ে যাবে। কওমি উলামারা নিজেদের মাঝে যখন দ্বন্ধ আরম্ভ করবে। And as sign of the time shows, এটা হবে। সময়টা যেহেতু ফিতনার।”

তবে কিভাবে সেটা হতে পারে ঐ সময়ে জানতাম না।
এখন জানি।