আমেরিকা: ট্রাম্পই আসছে নির্বাচনে এবং সম্ভবতঃ ক্ষমতায়। ২০১৮ একটা ইন্টারেস্টিং

 
Written By Sanjir Habib On Mar-17th, 2016

আমেরিকা: ট্রাম্পই আসছে নির্বাচনে এবং সম্ভবতঃ ক্ষমতায়। ২০১৮ একটা ইন্টারেস্টিং বছর হবে মনে হচ্ছে।

ইন্ডিয়া: পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ক্রিকেট খেলায়, ভারতীয়রা সাপোর্ট করেছে পাকিস্তানিদের। বাংলাদেশীদের প্রতি তাদের ঘৃনা এখন অন্তহীন। আমাদের দুঃখ, সর্বস্ব দিয়েও দাদাদের মন পেলাম না।

অন্য খবরে প্রকাশ, পাকিস্তান সিমান্ত থেকে বাংলাদেশ সিমান্তে এখন ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা বেশি। পাকিস্তান সিমান্তে ৪০ হাজার। বাংলাদেশ সিমান্তে ৫০ হাজার।

বাংলাদেশ: তথ্যপ্রযুক্তিবীদ জোহা গতকাল রাতে নিখোজ। উনি বাংলাদেশ ব্যংকের সিকিউরিটির সাথে জড়িত এবং এর আগে রিজার্ভ চুরির বিষয় নিয়ে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যেখানে বলেছিলেন ব্যংকের কর্মকর্তারা এটা করে থাকতে পারে। বাংলাদেশ ব্যংক এর পর উনার কথার প্রতিবাদ করে।

মধ্যপ্রাচ্য: ঠান্ডা। এত শান্ত অনেক দিন ধরেই দেখা হয় নি।
“…এর পর আসবে অন্ধকারচ্ছন্ন ফিতনা। যখনই বলা হবে এটা শেষ, তখনই সেটা আরো বেড়ে যাবে…”

Time should say.