সিরিয়া: সিরিয়া যুদ্ধের আজ পাচ বছর পূর্ন হলো। কিছু হাদিসে ৪র্থ ফিতনার কথা বলা

 
Written By Sanjir Habib On Mar-14th, 2016

সিরিয়া:

সিরিয়া যুদ্ধের আজ পাচ বছর পূর্ন হলো। কিছু হাদিসে ৪র্থ ফিতনার কথা বলা আছে যেটা দীর্ঘ সময় ধরে চলবে। ফিতনা মানে এখানে গৃহযুদ্ধ।

এখন এই গৃহযুদ্ধ যদি ঐ বর্নিত গৃহযুদ্ধ হয় তবে এক বর্ননায় আছে এই যুদ্ধ ১২ বছর ধরে চলবে।

অন্য বর্ননায় আছে ১৮ বছর ধরে চলবে।

আরেক বর্ননায় বলা আছে এটা আরো দীর্ঘ সময় ধরে চলবে। এবং চলতে চলতে এটা দাজ্জলের ফিতনার সাথে মিলে যাবে।

সিরিয়ার এই যুদ্ধই ঐ ৪র্থ ফিতনা কিনা কে জানে? যদি সেটাই হয় তবে এই যুদ্ধের ১২ বছরের মাথায় বড় কিছু ঘটবে। এর পর ১৮ বছরের মাথায় আরেকটা বড় কিছু ঘটবে।

ঘটবে কি ঘটবে না সেটা আগে থেকে predict করার উপায় নেই।
হয়ে যাবার পরে মানুষ বুঝতে পারবে এই ঘটনা সেই ঘটনা কিনা।