হাদিস শরিফে দাজ্জালের ব্যপারে এত স্পস্ট কথা বলা থাকার পরও কিভাবে মানুষ দাজ্জালের

 
Written By Sanjir Habib On Feb-15th, 2016

হাদিস শরিফে দাজ্জালের ব্যপারে এত স্পস্ট কথা বলা থাকার পরও কিভাবে মানুষ দাজ্জালের ফিতনায় পড়বে? এটা একটা প্রশ্ন।

জবাবটা নিচের স্টেটাসে। মির্জা গোলাম আহমেদ ছিলেন দাজ্জালের আগে-পরে যে আরো ৩০ জন দাজ্জাল আসবে তার একজন।

মানুষ মনে করবে: আমার কাছে অনেক ইলম আছে, আমি তার ফিতনায় পড়বো না। এর পর তার কাছে যাবে এবং ঈমান হারা হয়ে যাবে।।

আল্লাহ তায়ালা আমাদের হিফাজত করুন।