সহজে কোরআন শিখা: কোরআন শরিফ পড়া শেখানোর সময়ে উস্তাদ আমাদেরকে এমন অনেক নিয়ম শেখায়

 
Written By Sanjir Habib On Feb-14th, 2016

সহজে কোরআন শিখা:

কোরআন শরিফ পড়া শেখানোর সময়ে উস্তাদ আমাদেরকে এমন অনেক নিয়ম শেখায় যেগুলো না জানলেও পড়া যায়, যদি তাশকিলগুলো [অক্ষরের উপরের নিচের দাগগুলো] অনুসরন করে কেউ পড়া শিখে ফেলে।

যেমন:

১। কোরআন শরিফের কোথায় এক, তিন, চার আলিফ টান হবে সেটার নিয়ম উস্তাদরা মুখস্ত করায়। সেটা না জানলেও চলে যদি তিন আর চার আলিফের দাগগুলো চিনে নিয়ে সেভাবে কেউ পড়ে।

২। হুরুফে শামশ আর হুরুফে কামারের লিস্ট অনেক মুখস্ত করে। এটা না জানা থাকলেও পড়া যায়। “আল” এর পরের তাশদিদ আছে নাকি সেটা লক্ষ্য করে পড়ে।

৩। ইদগাম-ইখফা কোথায় হবে এই নিয়ম শিখতেও অনেক সময় লাগে। আমাদের দেশে প্রচলিত দিল্লি প্রিন্টের কোরআন শরিফে এটা দেখানো নেই।

কিন্তু সৌদি প্রিন্ট কোরআন শরিফে এটা স্পস্ট করে দেখানো থাকে। তাই সেই রুলগুলো না জানলেও পড়তে পারবেন যদি সৌদি প্রিন্ট থেকে পড়েন।

এ জন্য ব্যক্তিগত ভাবে আমি সৌদি প্রিন্ট [উথমানী স্ক্রিপ্ট] থেকে পড়ি। এখানে নুন-মিম এর উপর একটা গুন্নাহ আছে যেটাকে ওয়াজিব গুন্না বলে। মানে গুন্নাহ করা জরুরী। এই জিনিসটা আমাদের প্রচলিত প্রিন্টে দেখানো না থাকলেও উথমানি স্ক্রিপ্টে স্পস্ট করে দেখানো থাকে।