একটি গাধা আর শিয়ালের মাঝে তর্ক আরম্ভ হলো মটরশুটির রং নিয়ে।

 
Written By Sanjir Habib On Jan-3rd, 2016

একটি গাধা আর শিয়ালের মাঝে তর্ক আরম্ভ হলো মটরশুটির রং নিয়ে।

গাধা বলে, মটরশুটির রং হলুদ।

শিয়াল বলে, মটরশুটির রং সবুজ।

দুজনে গেলো বনের রাজার কাছে।

সিংহ রাজ হুকুম দিলেন শিয়ালকে এক মাসের জেল দাও আর গাধাকে ছেড়ে দাও।

শিয়াল প্রতিবাদ করে সিংহ রাজকে জিজ্ঞাসা করে, মটরশুটির রং সবুজ না?

সিংহ বলে, হ্যা, ঠিক।

শিয়াল বলে, আমর কথা ভুল না হলে আমাকে শাস্তি দিলেন কেন?

সিংহ বলে, এটা ঠিক যে তোমার কথা ভুল ছিলো না। কিন্তু তোমার কাজ ভুল ছিলো। তুমি গাধার সাথে তর্কে গিয়েছো।

(প্রেকটিস হিসাবে অনুবাদ করা) :-D

#HabibTranslation