What doesn't kill you, makes you stronger ঈমানের উপর ধাক্কা আসে। পরিক্ষা আসে। এগুলোকে বলা হয় ফিতনা। এগুলো

 
Written By Sanjir Habib On Nov-28th, 2015

What doesn’t kill you, makes you stronger

ঈমানের উপর ধাক্কা আসে। পরিক্ষা আসে। এগুলোকে বলা হয় ফিতনা। এগুলো আসে আল্লাহর তরফ থেকে বান্দার ঈমানকে পরিক্ষা করার জন্য। কেউ এতে পাশ করে, কেউ ফেল করে।

রাসুলুল্লাহ ﷺ এর যুগে একজন ওহি লিখক ছিলেন যিনি রাসুলুল্লাহ ﷺ উপর ওহি আসা অবস্থায় সেগুলো লিখতে থাকতেন। এক পর্যায়ে ওহি আসা অবস্থায় উনি বললেন: পরের আয়াত হতে হবে এরকম। এবং আল্লাহ তায়ালা নাজিলও করলেন সেরকম যেটা উনি বলেছিলেন। এটা দেখে উনি ইসলাম ত্যগ করে বেরিয়ে গেলেন এই বলে যে তাহলে এটা মানুষের কথা, আল্লাহ কথা হতে পারে না।

এটা ছিলো আল্লাহ তরফ থেকে উনার উপর পরিক্ষা, ফিতনা। শুধু মাত্র উনার উপর পরিক্ষা, যেটাতে উনি উত্তির্ন হতে পারেন নি। আর এরকম পরিক্ষা প্রত্যেকের জীবনেই আসে, যত বড় ওলি আওলিয়া হোক না কেন। এক জনের পরিক্ষা অন্য জনকে বিচলিত করে না। শুধু মাত্র যার উপর আসে তাকে বিচলিত করে।

এজন্য ঈমানকে আমি অন্ধ বিশ্বাসের দিকে নিয়ে যেতে পছন্দ করি। কোনো যুক্তি দরকার নেই, এখানে কোনো শর্ত নেই। যত বিরোধি যুক্তি আছে, যত বিপরিত যুক্তি চোখে পড়ে সব হলো আল্লাহর তরফ থেকে আমার উপর পরিক্ষা, ফিতনা।

এবং আল্লাহ তায়ালা যেন আমাদের পথ দেখানোর পরে আমাদের অন্তরকে বিপথগামি না করেন। আমিন।