ফিতনা যতই ছড়াতে থাকে ততই আরো বেশি চুপ করে যেতে হয়। যে যত চুপ করে যেতে পারবে সে

 
Written By Sanjir Habib On Jul-21st, 2015

ফিতনা যতই ছড়াতে থাকে ততই আরো বেশি চুপ করে যেতে হয়। যে যত চুপ করে যেতে পারবে সে তত বেশি সোয়াব পাবে।

আল্লাহ তায়ালা আমাকে যেন — যে ব্যক্তি ধৈর্য ধরলো আর চুপ থাকলো তাদের একজন করেন।

নিজেকে এত বেশি হকপন্থি মনে করা, যে অন্য সকল মুসলিমদেরকে পথভ্রান্ত মনে করে ঘৃনা করতে থাকা — এ অবস্থা থেকে রক্ষা করেন।

আমাকে জালেম হওয়া থেকে রক্ষা করেন, এবং মজলুম হওয়া থেকে রক্ষা করেন।

দিনের শেষে আমরা উনার দিকে ফিরে যাবো। আমি সাক্ষি দিচ্ছি উনি ছাড়া কোনো ইলাহ নেই।