আমার উম্মত কখনো গোমরাহীর উপর একত্রিত হবে না, সুতরাং তোমরা জামাতের সাথে মিলে থাক। কেননা আল্লাহ তা'য়ালার হাত জামাতের উপর রয়েছে।
তিরমিযি ২১৬৭, হাকিম ৩৯৭
নিশ্চয়ই আমার উম্মত গোমরাহীর উপর একত্রিত হবে না।সুতরাং যখন তোমরা মতানৈক্য দেখতে পাও, তখন বৃহৎ জামাতের সাথে মিলে যেও।
ইবনে মাজাহ ৩৯৫০, আহমদ ১২২০