কিয়ামতের আগে গভীর রাতের অন্ধকারের মত ফিতনা দেখা দিবে।
এক লোক সকালে মু'মিন থাকবে,
সন্ধায় কাফির হয়ে যাবে।
আবার সন্ধায় মুমিন থাকবে
সকালে কাফির হয়ে যাবে।
ওই সময়,
বসে থাকা লোক, দাড়ানোদের থেকে ভাল।
হাটে চলা লোক, দৌড়ানোদের থেকে ভাল।
তাই তোমার ধনুককে ভেঙ্গে ফেলো,
ধনুকের সুতা কেটে ফেলো।
তলোয়ারকে পাথরের উপর মারো।
এর পর যদি কেউ তোমার ঘরে প্রবেশ করে
তবে তুমি আদমের এর দুই পুত্রের ভাল ছেলেটার মত হয়ে যাও।
সুনানে আবু দাউদ ৪২৫৯
সহি, অলবানীর মতে।
http://sunnah.com/abudawud/37/20
এর থেকে স্পষ্ট কথা আর কি হতে পারে?