62.

 
Written By Sanjir Habib On Jan-5th, 2018

৩-২৩ মাহদি থাকবেন ২০০ বছর, যেমন আমাদের কাছে বর্ননা এসেছে।

৩-২৪ ইশার সময়ে তিনি মক্কায় বেরুবেন। উনার সাথে থাকবে রাসুলুল্লাহ সা: এর পতাকা, উনার জামা এবং উনার তলোয়ার। নির্দশন, নূর আর প্রকাশ হিসাবে। ইশার নামাজ পড়ে উনি খতবা দেবেন, লম্বা খুতবা। এবং মানুষকে আল্লাহ আর উনার রাসুল সা: এর দিকে দাওয়াহ দেবেন। এর পর উনার জন্য হিজাজের জমিন খুলে দেয়া হবে। এবং সে থেকে নদী বেরুবে বনী হাশেমদের থেকে। কুফা থেকে কালো পতাকা বেরুবে উনার দিকে। এবং উনার বাহিনী ভোরর আলোর সাথে বেরুবে।

৩-২৫ সুফিয়ানি উনার দিকে দ্রুত ছুটবে। সবাইকে এটা করার হুকুম দেবে। এবং রাহবার দরজায় সে জবাই হবে। এর পর সুফিয়ানির মামার গোত্রের মহিলাদের দামেশকের সিড়ির কাছে গনিমতের মত বিক্রি করা হবে।

[টিকায় : রাহবার দরজা – মালিক বিন তুক। যিনি …pending ]

৩-২৬
মক্কায় অবস্থান করা অবস্থায় উনি যখন ভুমিধ্বসের কথা শুনবেন, তখন ২০ হাজার লোক নিয়ে বেরুবেন।
তাদের মাঝে আবদালগন থাকবেন। এর পর উনি নামবেন (ইলিয়াতে, জেরুজালেমে)।
সুফিয়ানি যখন ভুমিধ্বসের কথা শুনবেন তখন সে মত বদলিয়ে উনার কাছে আনুগ্যত্য পাঠাবেন।
এর পর বনু কলবে তারা মামারা বংশের লোকেরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
সে মাহদির খোজে এসে উনাকে কবুল করবে।
এর পর তার বিরুদ্ধে যুদ্ধ করবে।
বলবে, “এটা আমার আনুগত্যের শেষ।” সবাইকে তাই করতে বলবে।
এর পর ইলিয়ার ফ্লোরে তাকে জবাই করা হবে।
এবং বনু কলবের দিকে গিয়ে তাদের লুট করবে।