নামাজ, হজ্জের এক সফর। মক্কার মসজিদে বসা। পাশে আরব এক লোক কিছুক্ষন কোরআন পড়লেন।

 
Written By Sanjir Habib On May-7th, 2015

নামাজ,

হজ্জের এক সফর। মক্কার মসজিদে বসা। পাশে আরব এক লোক কিছুক্ষন কোরআন পড়লেন। তার পর দাড়ালেন নামাজ পড়তে। নামাজে পড়লেন দুই হাত সাইডে ঝুলিয়ে রেখে। মাঝে দেখলাম কোরআন শরিফটা খুলে পড়ছেন নামাজের মাঝে দাড়ানো অবস্থাতেই। সিজদায় যাবার একটা নিয়ম আছে “আগে হাটু, পরে হাত” উনি সেগুলোও করলেন না। সিজদাতেও কোরআন শরিফটা হাতে রাখলেন।

তবে,

উনি এত ধ্যান, এত আবেগ আর এত বেশি নিজের অন্তরকে আল্লাহর কাছে শপে দিয়ে, উনাকে ডেকে এই দুই রাকাত নামাজ পড়লেন আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম।

আমি কখনো এত আবেগের সাথে নামাজ পড়িনি। কারন কি?

বুঝলাম। নামাজে আমার ধ্যন চলে যায় হাতর আংগুল আর বাহুর পজিশনের পারফেক্টনেসের দিকে। এত বেশি মনোযোগ ঐ দিকে দেই যে সামনে দাড়ানো আমার রবের কথাও খেয়াল থাকে না।

হানাফি মাজহাব মতে ঐ লোকের নামাজ কেন হয়নি আমি বলতে পারবো। হাম্বলি/মালেকি মাজহাব মতে কেন হয়েছে সেটাও বলতে পারবো। এগুলো শিখেছি।

যেটা শিখিনি সেটা হলো “যেন তুমি আল্লাহকে দেখছো।”