ছবি থেকে ইংরেজি মাসের কত তারিখ?

 
Written By Sanjir Habib On Nov-15th, 2017

ছবি থেকে ইংরেজি মাসের কত তারিখ?

উপরে-নিচে একটা কালো দাগ আছে। একটু গাড়। এটা আকাশের শুন্য রেখা। সূর্য মার্চের ২০ তারিখ এর উপর থাকে। এর পর এই দাগ থেকে ডান দিকে যেতে যেতে, ১২ মাসে একবার ঘুরে আবার দাগের উপর আসে।

২৪ টা দাগে যেহেতু গ্লোবটা ভাগ করা আছে, তাই দুই দাগে ১ মাস। সূর্য ১৫ দাগ ডানে আছে। মার্চের ২০ তারিখ + সাড়ে ৭ মাস = নভেম্বরের ১০ তারিখের মত।

দ্বিতীয় পদ্ধতি: গ্লোবে ডানে-বামে লাল দাগ আছে। সূর্য এর দুই সাইডে উঠা নামা করে সারা বছরে। ডিসেম্বরে সবচেয়ে নিচের দাগে থাকে, আবার জুনে সবচেয়ে উপরের দাগে। ছবিতে দেখা যাচ্ছে সবচেয়ে নিচের দাগের প্রায় কাছে চলে এসেছে। তাই নভেম্বর। ডেসেম্বরে নিচের দাগটা টাচ করে আবার উপরে উঠা আরম্ভ করবে।

উপরে-নিচের কালো দাগকে বলে vernal equinox. ডানে-বামের দাগ হলো equator.