ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান্নিহায়াতে "নুয়াইম বিন হাম্মাদের" হাদিসের কিছু

 
Written By Sanjir Habib On Apr-26th, 2015

ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান্নিহায়াতে “নুয়াইম বিন হাম্মাদের” হাদিসের কিছু রেফারেন্স। সবগুলো কালেক্ট করি নি। জাস্ট ষষ্ঠ খন্ডের মাঝ থেকে কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে যে কয়টা পেয়েছি তার ছবি।

আল ফিতান বইটা বিতর্কিত। অনেক আলেমের মতে এটা অগ্রহন যোগ্য। এর থেকে আবু দাউদ শরিফের হাদিস সমুহ পড়া উচিৎ। এবং এ জন্যই বইটা অনুবাদ করালাম। অবভিয়াসলি “শুধু মাত্র সহি হাদিসের” অনুসারিদের জন্য এই কিতাব না। তবে আমি ব্যক্তিগত ভাবে নিজেকে সেই গ্রুপের একজন মনে করি না।

ফিতনা এড়ানোর জন্য যে যেই আলেমের অনুসরন করেন তার কথা মত চলা উচিৎ। এর আগে যারা কোনো হাদিসের কিতাব পড়েন নি, তারা এটা পড়ে কিছু বুঝবেন না। ইসলাম সম্পর্কে ভালো একটা ব্যকগ্রাউন্ড নোলেজ না থাকলে এটা পড়ে লাভ নেই।

এটা রেফারেন্স বই। ঠিক টিউটরিয়াল বই না।