তাহলে সামনের দিনগুলোতে ঈমান রক্ষার জন্য করনীয় কি?

 
Written By Sanjir Habib On Aug-25th, 2017

তাহলে সামনের দিনগুলোতে ঈমান রক্ষার জন্য করনীয় কি?

যেটা আমি নিজের জন্য করা জরুরী মনে করছি।


প্রথমতঃ নিজে দ্বিনের উপর চলার জন্য অন্য মুসলিমদের থেকে সোশিয়াল সাপোর্টের প্রয়োজনকে যতদূর সম্ভব কমিয়ে আনা। আমার নিজের বিশ্বাসের ভালিডিটি যেন আমি অন্যের কাছে না খুজা।

সহজ করে বললে:
- কে ইসলামের পক্ষে বললো সেটা থেকে সমর্থন খুজতে যাবো না।
- আবার কে বিপক্ষে বললো সেটা দ্বারাও প্রভাবিত হবো না।


ফিতনা আরম্ভ হয়েছে ২০১০ সাল থেকে। এর আগে আমি যার উপর ছিলাম সেটাকে আকড়ে ধরে থাকতে হবে। যেহেতু বলা হয়েছে ফিতনার সময় তুমি ঐ জিনিসটা আকড়িয়ে থাকো যার উপর তুমি ফিতনার আগে ছিলে।

প্রতিটা দলের, প্রতিটা ব্যক্তির, প্রতিটা মানহাজের নতুন নতুন ব্যখ্যা শুনার দরকার নেই। বা এর কোনটা ভুল কোনটা ঠিক সেটা প্রামান করার দরকার নেই।


এই সময়টা আলোচনা-সমালোচনা সাপোর্ট-বিরোধিতার বদলে বরং আমলে সালেহতে লেগে থাকা। কোরআন শরিফ শিখতে হবে, নামাজ পড়তে হবে, জিকির দোয়াতে লেগে থাকতে হবে।

কারন বলা হয়েছে এই দিনগুলো নেক আমল পঞ্চাশ জনের আমলের সমান।