প্রসংগ : মাজহাবের মত

 
Written By Sanjir Habib On Jul-13th, 2017

প্রসংগ : মাজহাবের মত

আমি যত বড় বড় কথাই বলি না কেন, আমার সব কথা ঠিক না। আমার ভুল কোনটা? সেটা আমিও জানি না।


যে কোনো আলেম, যত বড় হোক, কিছু না কিছু ভুল খুজে পাওয়া যায়। আবার অনেক আলেম কিছু ব্যপারে নিজের অবস্থান পরিবর্তন করেন অনেক বছর পরে, নিজের আগের মতকে ভুল বলে। অনেকের ক্ষেত্রে অন্য আলেমরা বলে দেন, উনার এই মতটা ভুল।


মাজহাবের ইমামগনও ভুলের উর্ধে না। উনাদের ভুলগুলোকে শুদ্ধ করেন উনাদের পরবর্তি আলেমগন।

পরিবর্তিত হতে হতে একটা মজহাবের মত সময়ের সাথে সাথে স্ট্যবেল হয়ে আসে।

ইমাম আবু হানিফার মতের অনেক কিছুই পরবর্তিতে উনার দুই ছাত্র ইমাম মুহাম্মদ ও ইমাম ইউসুফ বদলিয়েছেন। তাদের মতের কিছু কিছু পরবর্তি যুগের আলেমগনও পরিবর্তিত করেছেন।


তাই কোনো মাজহাবের মত মানে শুধু ঐ মাজহাবের ইমামের মত বুঝায় না।
বা ঐ মাজহাবের কোনো একক আলেমের মত বুঝায় না।

বরং ঐ মাজহাবের আলেমদের সম্মিলিত মত বুঝায়।

এবং প্রতিটা মাজহাবের একটা নিয়ম আছে মাজহাবের মত বের করার। যেমন: “প্রথমে এই কিতাবগুলোতে যা আছে, না হলে …"।


এটা নেটে প্রায়ই দেখা যায় অনেকে চার মাজহাব থেকে পছন্দ মতো ইমামের কোট দিয়ে বলছেন “এই বিষয়ে চারো মাজহাবে মত একই, সেটা এই…” – পরবর্তিতে দেখা যায় ইমামদের রেফারেন্স কোটেশনগুলো সত্যিও ধরলেও, সেই মতটা ঐ মাজহাবগুলোর অফিসিয়াল মত না।

উদাহরন: “চারি মাজহাবে দাড়ি রাখা ফরজ। দলিল …”


হাম্বলি আলেমগন একই কথা বলছেন যা আমি উপরে বলেছি।
https://www.facebook.com/hanbalimadhhab/posts/891020904385976

এবং হাম্বলিদের মত বের করার পদ্ধতি
https://www.facebook.com/hanbalimadhhab/posts/891022647719135


আমাদের মতো আম পাবলিকদের কোনো মাজহাবের মত জানতে চাইলে বেস্ট হলো সেই মাজহাবের আলেমরা যা বলেন সেটা মেনে নেয়া। অন্য মাজহাবের আলেম যা বলেন সেটা না।

প্রতিটা মাজহাবের জন্য আলাদা আলাদা ফতোয়া সাইট আছে নেটে।