দোয়া - ২একবার এক সাহাবী রাসুলুল্লাহ ﷺ এর সাথে মসজিদে বসে ছিলেন। এক লোক নামাজে

 
Written By Sanjir Habib On May-23rd, 2017

দোয়া - ২

একবার এক সাহাবী রাসুলুল্লাহ ﷺ এর সাথে মসজিদে বসে ছিলেন। এক লোক নামাজে এই কথাগুলো দিয়ে দোয়া করছিলো। তখন রাসুলুল্লাহ ﷺ বললেন সে ইসমে আজম দিয়ে দোয়া করছে। এটা দিয়ে ডাকলে জবাব দেয়া হয়। কিছু চাইলে দেয়া হয়।

اللهم ! إني أسألك بأن لك الحمد ، لا إله إلا أنت الحنان المنان ،
بديع السماوات والأرض ،
يا ذا الجلال والإكرام !
يا حي يا قيوم !
أسألك

উচ্চারন:
আল্লাহুম্মা।
ইন্নি আসআলুকা বি আন্না লাকাল হামদ।
লা ইলাহা ইল্লা আনতা, আল হান্নান আল মান্নান।
বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ।
ইয়া জিল জালালী ওয়াল ইকরাম।
ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম।
আসআলুকা।

অর্থ:
হে আল্লাহ!
আমি আপনার কাছে চাই কারন আপনার জন্যই প্রশংসা।
আপনি ছাড়া কোনো ইল্লাহ নেই।
দয়ালু দাতা।
আকাশ-পৃথিবী যিনি আরম্ভ করেছেন।
হে রাজকীয় সম্মানিত।
হে জীবিত চিরজীবী।
আপনার কাছে চাই।

রেফারেন্স:
كنت جالسا مع النبي - صلى الله عليه وسلم - في المسجد ، ورجل يصلي ، فقال : اللهم ! إني أسألك بأن لك الحمد ، لا إله إلا أنت الحنان المنان ، بديع السماوات والأرض ، يا ذا الجلال والإكرام ! يا حي يا قيوم ! أسألك ، فقال النبي - صلى الله عليه وسلم - : دعا الله باسمه الأعظم ؛ الذي إذا دعي به أجاب ، وإذا سئل به أعطى الراوي: أنس بن مالك - خلاصة الدرجة: إسناده صحيح - المحدث: الألباني - المصدر: مشكاة المصابيح

#HabibDua