প্রসংগ : স্কেনার ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ কৃত হাদিস ও তফসিরের বইগুলো ডিজিটাইজ

 
Written By Sanjir Habib On Mar-10th, 2017

প্রসংগ : স্কেনার

ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ কৃত হাদিস ও তফসিরের বইগুলো ডিজিটাইজ করে নেটে দেবো প্লেন করছি ইনশাল্লাহ।

এজন্য সহজ হলো হাই রেজুলেশনে স্কেন করে, OCR করা। এজন্য একটা স্কেনার কিনতে হবে ADF সহ। ADF মানে automatic document feeder. ৫০ বা ১০০ পেইজ কেটে লোড করে দিলে একটা একটা করে টেনে স্কেন করে নেয়।

এরকম কোনো স্কেনারের ব্যপারে কারো কোনো টিপস থাকলে জানাতে পারেন।

বাজারে গিয়ে HP ScanJet Pro 2500 f1 দেখে এসেছি। ৪০ হাজার টাকা দাম চায়। কিন্তু এটার সমস্যা হলো রিভিউ বলে পেপার জ্যম খায়। অন্য আরো কমে পাওয়া যাবে। কিন্তু সেগুলোর রিভিউয়ে পেপার জ্যম সমস্যার কথা আছে।

কারো এক্সপেরিয়েন্স আছে?